Wednesday, 6 March 2019

গল্পঃ নীল শাড়ি
.# writter__Dipu
.
.
ইমন:--আজ একটা শাড়ি পরতো নাহার।
নাহার:--কেন?
ইমন:--আমি দেখব বলে।
নাহার:--ও,
ইমন:--ও কি?
নাহার:--কিছুনা।
ইমন:--তার মানে পরবানা শাড়ি?
নাহার:--আমার নীল শাড়ি নেই।
ইমন:--আন্টির একটা পরো।
নাহার:--আন্টি কে??
ইমন:--তোমার আম্মু।
নাহার:--আমার আম্মু তোমার আন্টি??
কয়বার বলছিলাম আমার আম্মুকে আন্টি ডাকবানা??
ইমন:--সরি,আম্মু।
নাহার:--আর যেন ভুল না হয়।
ইমন:--হবেনা।এবার আম্মুর একটা সুন্দর
শাড়ি পরে বেলকুনিতে দাঁড়াও।
নাহার:--ব্যালকুনিতে কেন??
ইমন:--আমি দেখবো তাই।
তুমি তাড়াতাড়ি করতো প্লিজ।
আমি এক্ষুনি তোমার বাসার সামনে আসছি।
অনিচ্ছা সত্বেও বিছানা ছাড়তে হলো নাহারকে।
মায়ের কাছে কি করে শাড়ি চাইবে এখন
নাহার ভেবে পাচ্ছেনা।সামনে পরীক্ষা।
রাতে অনেক পড়া।এখন না ঘুমিয়ে শাড়ি পরে
ঢং করবো জানলেই মা বকা দেবে।
ওহ!!ইমনটা যে কি বুঝিনা।
এসময় কেউ এমন বায়না ধরে??
লুকিয়ে মায়ের অগোছরে একটা কচি
কলাপাতার রঙের শাড়ি নিয়ে নিলো নাহার।
নিজের রুমে এসে শাড়িটা খুব তাড়াতাড়ি করে পরে নিলো।
কপালে টিপ দেয়া নাহার পছন্দ করেনা।
তাছাড়া এখন আটা ময়দা মাখারো সময় নেই
নাহারের হাতে।সন্ধ্যা হয়ে আসছে।
চুলগুলো ছেড়ে দিয়ে ব্যালকুনিতে গিয়ে দাঁড়ালো নাহহার।
ইমনকে কল দিলো।কিন্তু ইমন রিসিভ করছেনা।
নাহারের প্রচন্ড রাগ হচ্ছে।৬বার কল দেয়ার পর
ইমন রিসিভ করে বললো,
ইমন:--দিলে তো সব পন্ড করে?
নাহার:--কি পন্ড করলাম??
ইমন:--দেখা,
নাহার:--কি দেখা??
এতক্ষণ কল রিসিভ করলেনা কেন??
ইমন:--আমি একটা ডানাকাটা পরীকে মুগ্ধ হয়ে
দেখছিলাম।ঠিক সেই সময় কল করলে তুমি।
নাহার:--আমাকে শাড়ি পরতে বলে কোথায়কার
কোন ডানাকাটা পরী দেখছ তুমি??
ইমন:--কোথায়কার আবার?আমার মনের পরীকে!
নাহার:--রাখছি,বাই।
ইমন:--এই এই রাখবানা,নিচের দিকে তাকাও।
নাহারদের বাসা দুই তলায়।
নাহার নিচে তাকিয়ে দেখলো ইমন রাস্তায়
একটা গাছের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে।
নাহারের দিকে তাকিয়ে ইমন মিটমিট করে হাসছে।
ইমন বললো:--শাড়ি পরলে কোনো মেয়েকে
এত সুন্দর লাগে??আগে জানতামনা তো।
নাহার:--হয়েছে আর ড্রামা করতে হবেনা।
রাতে অনেক পড়া আছে।তুমি চলে যাও।আমি রাখছি।
ইমন:--রাখবা তো জানি।তোমাদের বাসার
দারওয়ানের কাছে একটা প্যাকেট দিয়েছি।ওটা নিয়ে নিও।
নাহার লুকিয়ে বাসা থেকে বের হয়ে দারওয়ানের কাছে গেল।
দারওয়ান একগাল হেসে বললো,
আপামণি ইমন ভাই আইছিলো।
এই নেন,প্যাকেটটা দিয়া গেছে।
নাহার প্যাকেটটা নিয়ে দৌড়ে নিজের রুমে চলে গেল।
এদিকওদিক তাকিয়ে রুমের দরজা লক করে
প্যাকেটটা খুললো।ভেতরে একটা রঙিন বক্স।
বক্সের উপরে লেখা,""Happy Anniversary nahar janu""
চট করে নাহারের মনে হলো আজ তো
ওদের সম্পর্কের এক বছর পূর্ণ হয়েছে।
এই দিনে ইমন ওকে প্রপোজ করেছিলো।
নাহার মনে মনে অনুতপ্ত হলো।
ইশ!!পরীক্ষার চিন্তায়,
পড়ার চাপে অন্যসব ভুলেই গেলাম।
বক্সটা খুলে দেখলো নাহার।
ভেতরে একটা নীল শাড়ি,
এক ডজন নীল কাঁচের চুড়ি।
নাহারের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুঁটলো।
একটা নীল শাড়ির বড্ড শখ নাহারের।
কিনবে কিনবে করেও সময়ের অভাবে কেনা হয়না।
মনে মনে বললো,আমি ভুলে গেছি তাতে কি?
ওতো মনে রেখেছে।
আমাকে সারপ্রাইজ দিয়ে মনে করিয়ে দিলো।
ভালোবাসি ইমন।অনেক ভালোবাসি তোমাকে.....

No comments:

Post a Comment